গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনা
'র জন্মদিন উপলক্ষে


প্রতিযোগিতার নিয়মাবলিঃ
- সম্পূর্ণ প্রতিযোগিতাটি অনলাইনে হবে।
- ৮ম শ্রেণি -১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
- প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিন্মোক্ত/এই লিংকে প্রতিযোগির নাম রেজিষ্ট্রেশন করতে হবে।
- ২৬.০৯.২০২০ইং রোজ শনিবার সন্ধ্যা ৭টায় পরীক্ষার লিংকে মূল প্রশ্নপত্র উন্মুক্ত করা হবে।
- পরীক্ষার সময় ৩০মিনিট এবং পূর্ণমান ৩০ (MCQ পদ্ধতিতে মোট ৩০টি প্রশ্ন)
- কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে।
- প্রতিযোগিতায় সঠিক ভাবে নিজের নাম, বিদ্যালয়ের নাম ও ফোন নাম্বার পূরণ না করলে উত্তর বাতিল বলে গণ্য করা হবে।
- পরীক্ষার সকল প্রশ্ন নিন্মোক্ত “প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয় ও তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন” উক্ত সিলেবাস অনুসারে সম্পন্ন হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয়,বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম সন্তান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম উপমহাদেশে বৃটিশ শাসন অবসানের বছর ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের বাইগার নদীর তীরবর্তী টুঙ্গিপাড়ায়। মা ফজিলাতুন্নেসা রেনুর কোল আলো করে আসা হাসুর জন্ম মাকে দিয়েছিলো অপার শান্তি ও স্বস্তি এবং জীবন চলার অনবদ্য প্রেরণা। জন্মক্ষণে, জাতির কল্যাণে পিতার অনুপস্থিতি সত্ত্বেও রাজনৈতিক পরিবারেই শেখ হাসিনা রাজনৈতিক সচেতনতায় বেড়ে ওঠেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ ও গণমানুষের রাজনীতি, পাকিস্তানি শাসনামলের বৈষম্যনীতি, ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮ এর সামরিক শাসন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর সাধারণ নির্বাচন ও মহান মুক্তিযুদ্ধ সবই ঘটেছে তার চোখের সামনে। তিনি যুক্ত হয়েছেন ছাত্রলীগের রাজনীতিতে। সক্রিয় অংশগ্রহণ করেছেন পাকিস্তান বিরোধী আন্দোলন-সংগ্রামে। ১৯৫৪ সাল থেকে তিনি ঢাকায় পরিবারের সাথে মোগলটুলির রজনী বোস লেনের বাড়িতে বসবাস শুরু করেন। পরে মিন্টো রোডের সরকারি বাসভবনে ওঠেন। ১৯৫৬ সালে তিনি টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬১ সালের ১লা অক্টোবর ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে থাকা শুরু করেন। তিনি ১৯৬৫ সালে আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন।